বিজ্ঞাপনে বাঙালি। বাঙালি জীবনের ক্রমপরিবর্তন হোক বা সামাজিক অবস্থান, তার আশা, স্বপ্ন, ভালোবাসা ও স্বভাব নিঁখুত ভাবে প্রতিফলিত হয়েছে বিজ্ঞাপনের বয়ানে। বাংলা বিজ্ঞাপনের ভাষায় বাঙালির সমাজ ফুটে উঠেছে এই বইয়ে। যেখানে সৌন্দর্যের কথা বলতে উদ্ধৃতি আসে বিদ্যাপতির কাব্য হতে, আড্ডা থেকে উঠে যায় বাঙালি প্রিয় সাইকেলটিতে চাবি লাগিয়েছে কিনা দেখতে, সিগারেট আদানপ্রদান করে আলাপ জমায়, বাঙালির ভ্রমণ, বাঙালির দুর্গাপুজো, রসোগোল্লা সবই রয়েছে বিজ্ঞাপনে তার সবটুকু বাঙালিয়ানা নিয়ে। আবার রেলওয়ের বিজ্ঞাপনে এই যে পুপু বসে আঁকে রেলগাড়ি, পাহাড়, গাছ, আকাশের ছবি, কিংবা ইতু মুখেমুখে বানিয়ে ফেলে ছড়া, তাতে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন থাকে না, ছোটবেলার একরাশ স্মৃতি হয়ে ঝাঁপিয়ে পড়ে ।
তবে যে কথা আজকাল আমরা সবাই বলাবলি করি, মধ্যবিত্ত বাঙালির রুচিবোধের থেকে বেশ দূরেই থাকে আজকালকার বিজ্ঞাপন, ইংরেজি বা হিন্দি থেকে অনুবাদে বাংলার চেহারাও মাঝেমাঝেই হয়ে দাঁড়ায় কিম্ভুতকিমাকার, বইটির শেষে আলোচনা করা হয়েছে সেই কথাও।
Reviews
There are no reviews yet.